ছিনতাই হওয়া মুঠোফোনে
নতুন প্রেমের গন্ধ ছিল
মেসেজের শব্দে শব্দে
অনুভূতির কাঁপন ছিল
ক্যাম্পাস থেকে খিলগাঁও
হাজার লোকের ভিড়ে
তুমি যে মাটিতে পড়োনি লুটিয়ে
সেই খুশীতে
কাটলো সুখের রাত।
এরপর
আবারও টনটন
ব্যথা অবিরাম
যখনই ভেবেছি
হারিয়ে গিয়েছে
স্মৃতির সম্ভার।
বছর বছর লিখেছি কত
বেঁধেছি শত ছন্দ গান
তবুও বলেছে মন
অমন ছন্দ আসেনি আর
তোমাকে রাঙাতে
মান ভাঙাতে
প্রাথমিক কারুকাজ।
বারবার মুছে
মেসেজের খাতা
ভরিয়েছি কত
প্রেমের পাতা।
তবুও খুঁজেছি
হারানো ঢেউ
যেখানে ছিলো
গোপন লেখা
জানতে পারেনি
অন্য কেউ।
খুঁজে ফিরি অবিকল
সেই শব্দের ঘ্রান
যেই বাক্যে ভরা ছিলো
নতুন অভিমান
স্মৃতির গহীনে গোপনে হেঁটেও
পাইনি কোন চিহ্ন
অবাধে যে প্রেম জমেছিলো বুকে
তার রঙ ছিলো ভিন্ন
ছিনতাইকারী জানলোনাতো
স্মৃতির কত মূল্য
ব্যথার স্মৃতির জন্ম দিয়ে
সেই কি হলো ধন্য!