করোনা সংক্রমণ রোধ ও ঝুঁকি এড়াতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুলাই) ঢাকা কলেজ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ইউজার নেম (dcstudent) ও পাসওর্য়াড (destudent) ব্যবহার করে নিজ নিজ ক্লাস রোল দিয়ে লগইন করে কভিড-১৯ রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যসমূহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নিমিত্তে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, আবাসিক ছাত্রদের রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক। টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
নির্দেশনায় বলা হয়, টিকার তথ্য প্রদানের কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই, চলবে ১৭ জুলাই পর্যন্ত।
তথ্য প্রদানের জন্য ক্লিক করুন: www.dhakacollege.eshiksabd.com ওয়েবসাইটে।