যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ফুলপুর পৌর শাখা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।
এতে দোয়া পরিচালনা করেন ভালুকা উপজেলার পশ্চিম নিশন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রূপসী বাজার মহিলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আমজাদ হোসেন।
পৌর শাখা যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেস ক্লাব সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা কারী সুলতান আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাফিউল্লাহ সৈকত, সাংবাদিক মোখছেদুল হক দুলাল, মো. আবু রায়হান, বাহার উদ্দিন, মফিদুল ইসলাম, আকিকুল ইসলাম, সিটি কম্পিউটারের সজিব, এনামুল, ব্যবাসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।