সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের নবনির্মিত সেমিপাকা ঘর সোমবার বিকেলে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জাব্বার, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, মাহবুবুর রহমান কামাল, জাতীয় পার্টির নেতা আনিসুর রহমান বাবু প্রমুখ।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এ সময় আশ্রয়ন প্রকল্পের নবনির্মিত সেমিপাকা ঘরের কাজের গুনগত মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিটেমাটিহীন অসহায় মানুষের বসতি স্থাপনের জন্য ঘর উপহার দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হতদরিদ্র অনেক পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আজ আনন্দে আত্মহারা। এ এক অন্যরকম অনুভূতি। অনেক ভিটে মাটিহীন পরিবার উপহার হিসেবে সেমিপাকা নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রীর জন্য প্রাণখুলে আজ দোয়া করছেন।