১. বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ন’ বর্ণটি লিখতে কি-বোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?
ক. M খ. L গ. B ঘ. K
২. পরিবেশ সংরক্ষণের জন্য কোন ব্যবস্থাকে অধিকতর দক্ষ করে তুলতে হবে?
ক. জীববৈচিত্র্য খ. শিল্প গ. জ্বালানি ঘ. কৃষি
৩. স্ক্যান করা ইমেজকে তার অক্ষরের আকৃতির সঙ্গে মিলিয়ে পাঠযোগ্য বা সম্পাদনযোগ্য বর্ণে রূপান্তর করে কোনটি?
ক. OCR খ. OMR গ. MICR ঘ. HWR
৪. ফ্লিকার কী?
ক. ই-বিজনেস সাইট খ. ই-কমার্স সাইট
গ. ফটো শেয়ারিং সাইট ঘ. আউটসোর্সিং সাইট
৫. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ নয় কোনটি?
ক. গাণিতিক যুক্তি অংশ খ. স্মৃতি অংশ
গ. নিয়ন্ত্রণ অংশ ঘ. নির্গমন মুখ অংশ
৬. বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুব উর্বর?
ক. টারশিয়ারি যুগের পাহাড়গুলো
খ. বরেন্দ্র ভূমি
গ. ভাওয়ালের গড় ঘ. প্লাবন সমভূমি
৭. কোনটি কম্পিউটারের জন্য ঝঁকিপূর্ণ?
ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার
গ. ম্যালওয়্যার ঘ. উইন্ডোজ
৮. Drop box কী?
ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে
খ. একটি ওয়েব ব্রাউজার
গ. একটি হার্ডওয়্যার
ঘ. একটি প্রোগ্রাম, যা ক্ষতিকর ফাইল মুছে দেয়
৯. হাওয়াই দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর খ. ভারত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর ঘ. দক্ষিণ মহাসাগর
১০. নিচের কোনটি বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন?
ক. গুগল খ. বাংলানেট
গ. পিপীলিকা ঘ. প্রজাপতি
১১. কোন প্রযুক্তির মাধ্যমে নিজস্ব হার্ডওয়্যার ছাড়া ইচ্ছামতো ডেটা স্টোরেজ করা যায়?
ক. ক্লাউড কম্পিউটিং খ. ক্লায়েন্ট সার্ভার ম্যানেজম্যান্ট
গ. অপারেটিং স্টোরেজ ঘ. ওয়ার্ল্ড ওয়াইড স্টোরেজ
১২. কোন সময় দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়?
ক. দুর্যোগ পুনরুদ্ধার সময় খ. দুর্যোগপূর্ব সময়
গ. দুর্যোগের সময় ঘ. দুর্যোগ প্রশমন সময়
১৩. নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
ক. .jpg খ. .exe গ. .mpg ঘ. .bmp
১৪. কত সালে ফেসবুক চালু হয়?
ক. ২০০৪ খ. ২০০৩ গ. ২০০২ ঘ. ২০০১
১৫. নিচের কোনটি একটি স্প্রেডসিট সফ্টওয়্যার?
ক. MS Word খ. MS Power point
গ. MS Outlook ঘ. MS Excel
১৬. Twitter ব্যবহারকারী সর্বোচ্চ কতটি অক্ষরের মাধ্যমে তাদের অনুসারীদের জন্য বার্তা প্রেরণ করেন?
ক. ১২০ খ. ১৩০ গ. ১৪০ ঘ. ১৫০
১৭. Bluetooth কোন স্ট্যান্ডার্ড-এর ওপর ভিত্তি করে কাজ করে?
ক. IEEE 802.13 খ. IEEE 802.11
গ. IEEE 802.15 ঘ. IEEE 802.13
১৮. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?
ক. কাস্পিয়ান সাগর খ. সুপিরিয়র হ্রদ
গ. ভিক্টোরিয়া হ্রদ ঘ. বৈকাল হ্রদ
১৯. নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম?
ক. Linxu খ. Windows 98
গ. Windows XP ঘ. DOS
২০. Internet Protocol ব্যবহার করে প্রথম কোন Network-এর জন্ম হয়?
ক. Intesrnet খ. Arpanet
গ. Intranet ঘ. Extranet
উত্তর : ১গ, ২গ, ৩ক, ৪গ, ৫ঘ, ৬ঘ, ৭গ, ৮ক, ৯ক, ১০গ, ১১ক, ১২খ, ১৩গ, ১৪ক, ১৫ঘ, ১৬গ, ১৭গ, ১৮ঘ, ১৯ক, ২০খ।