পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গত সপ্তাহে আদালত প্রাঙ্গণ থেকে তাকে ‘তুলে নেওয়ার’ ঘটনার পেছনে সেনাপ্রধানকে দায়ী করেছেন।
ওই গ্রেপ্তারকাণ্ডকে ঘিরে পাকিস্তানের একাধিক শহরে যে ভাংচুর, সহিংসতা হয়েছে তার সঙ্গে যোগসাজশ থাকার কথাও তিনি অস্বীকার করেছেন।
শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্বল্প সময়ের আলাপচারিতায় তিনি এসবসহ বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বলে জানিয়েছে ডন।
নিরাপত্তা বাহিনী ইমরানের বিপক্ষে আর বিচার বিভাগ ইমরানের পক্ষে কিনা, বিবিসির এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান বলেন, “নিরাপত্তা বাহিনী নয়। একজন। তিনি হচ্ছেন- সেনাপ্রধান। সেনাবাহিনীতে কোনো গণতন্ত্র নেই। যা ঘটছে তাতে সেনাবাহিনীর মর্যাদাহানি হচ্ছে।