দীর্ঘ সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ কবে শেষ হবে তা কেউ বলতে পারছে না। তবে এই যু্দ্ধে মূলত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের পর থেকে এক রাষ্ট্র অপর রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে্।
জানা যায়, সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ‘৫০০ আমেরিকানকে’ নিষিদ্ধ করেছ রাশিয়া। গতকাল শুক্রবার রাতে এ ঘোষণায় রাশিয়া জানায়, এসব আমেরিকান রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। জো বাইডেন প্রশাসনের জারি করা রুশবিরোধী অবরোধের জের ধরে এই নিষেধাজ্ঞা দিলো মস্কো।
এদিকে নিষেধাজ্ঞার শিকারদের মধ্যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, বেশ কয়েকজন মার্কিন সিনেটর, সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান অব দি জয়েন্ট চিফস চার্লস জিউ ব্রাউন জুনিয়র, সিএনএনের সাংবাদিক এরিন বারনেট, জিমি কিমেলও রয়েছেন।
জানা যায়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপকে যৌক্তিক প্রতিপন্ন করে তাদের ওয়েবসাইটে জানায়, ওয়াশিংটনের জানা উচিত, রাশিয়ার বিরুদ্ধে যেকোনো বৈরী হামলা প্রবল প্রতিক্রিয়া ছাড়া যাবে না।
নিষিদ্ধ করা ব্যক্তিদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা আলাদাভাবে জানায়নি রাশিয়া। তাছাড়া রাশিয়ায় প্রবেশ ছাড়া আর কী ধরনের সমস্যায় এসব লোক পড়বেন, তাও জানানো হয়নি। সূত্র : সিএনএন