Thursday, September 19, 2024
spot_img
Homeবিশ্বব্যালট বাক্সে বিরল প্রতিবাদ

ব্যালট বাক্সে বিরল প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ে বিরল ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। মিশিগান প্রাইমারিতে বাইডেন জিতলেও, রেকর্ড সংখ্যক মানুষ দিয়েছেন ‘আনকমিটেড’ ভোট। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থনের ঘটনায় অভিনব এই প্রতিবাদ।

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন– এটা অনেকটাই নিশ্চিত। প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে পাচ্ছেন প্রত্যাশিত জয়। তারই ধারাবাহিকতায় মিশিগানের প্রাইমারিতে ডিন ফিলিপসসহ অন্যান্য প্রার্থীকে হারিয়েছেন বিপুল ভোটে। বাইডেন জিতলেও, অঙ্গরাজ্যটির আরব-আমেরিকান কমিউনিটি ঘটাল বিপ্লব। গাজায় আগ্রাসনের প্রতিবাদ দেখাল ব্যালট বাক্সে। ১ লাখ ৯৬০ জন দিয়েছেন আনকমিটেড ভোট, যা ডেমোক্র্যাটদের প্রাইমারির ইতিহাসে রেকর্ড।  মূলত বাইডেনের ইসরায়েল সমর্থিত নীতিতে ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরা।

একজন ভোটার বলেন, প্রাইমারিতে আমাদের সংস্থার সদস্যরা অসাধারণ কাজ করেছেন। সবার নজর এখন মিশিগানের দিকে। আনকমিটেড ভোট এখন মানবিক ভোটে পরিণত হয়েছে। গাজার হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর পক্ষে এ অবস্থান।

মিশিগানে বিপুল আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বসবাস। তাদের অনেকে বাইডেনের গাজা-সংক্রান্ত নীতিমালার বিরোধী। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে  মঙ্গলবার ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাই পর্বের ভোটাভুটির সময় ব্যালটে ‘আনকমিটেড’ অংশটি চিহ্নিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। বাইডেনের বিরুদ্ধে অন্তত ১০ হাজার ভোটের লক্ষ্য ছিল তাদের। তবে, প্রত্যাশার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ দিয়েছেন সাড়া।

এদিকে মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিকানদের বাছাই পর্বে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে মনোনয়ন পাওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির চেয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। এডিসন রিসার্চের তথ্য অনুসারে, ৮ শতাংশ রিপাবলিকানের ভোট গণনা শেষে ট্রাম্প ৬৪ শতাংশ সমর্থন পেয়েছেন। আর হ্যালি পেয়েছেন ৩২ শতাংশ সমর্থন।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে মিশিগান অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত, যা যে কোনো দলের দিকে ঝুঁকে যেতে পারে।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান ডেমোক্রেটিক পার্টির প্রায় অর্ধেক সদস্য। যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নির্বাচন-সংক্রান্ত জরিপ সংস্থা রাসমুসেন রিপোর্টসের সাম্প্রতিক জরিপে জানা গেছে এই তথ্য। জরিপের ফল বিশ্লেষণ করে জানা গেছে, ডেমোক্রেটিক পার্টির ৪৮ শতাংশ সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মিশেল ওবামাকে দেখতে চান। অন্যদিকে বাইডেনকে প্রার্থী হিসেবে দেখতে চান ৩৮ শতাংশ ডেমোক্র্যাট। খবর বিবিসি, রয়টার্স ও এনডিটিভির

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments