Sunday, November 24, 2024
spot_img
Homeশিক্ষাভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলে মাউশির আদেশ

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলে মাউশির আদেশ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তারা সবাই ২০২৪ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। বুধবার এ আদেশ দেওয়া হয়।

মাউশির পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করার পর তা অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি করে, যা বিধিবহির্ভূত। ওই আদেশে প্রতিষ্ঠানটিতে ভর্তি করা ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন ও ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাউশিকে অবহিত করতে বলা হয়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বরাবর এ নির্দেশনা পাঠানো হয়।

মাউশি থেকে নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments