Saturday, July 27, 2024
spot_img
Homeরাজনীতিসাধারণ নয়, বড় গ্রাহক পর্যায়ে দাম বাড়বে বিদ্যুতের: ওবায়দুল কাদের

সাধারণ নয়, বড় গ্রাহক পর্যায়ে দাম বাড়বে বিদ্যুতের: ওবায়দুল কাদের

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এবারের দাম বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের ওপর এর চাপ পড়বে না। বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনতে বড় গ্রাহক পর্যায়ে দাম কিছুটা বৃদ্ধি করা হবে।’

আজ শুক্রবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিদ্যুতের দাম বৃদ্ধিসহ নানা বিষয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ খাতের উন্নয়নে বর্তমান সরকারের সঙ্গে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের কর্মকাণ্ডের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা জনগণের ক্ষমতায়নেও বিশ্বাস করে না। তাদের নির্ভরতা কেবল বিদেশি শক্তির ওপর। সে কারণে বিএনপি বিপুল অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগের মাধ্যমে দেশ ও জনগণের স্বার্থবিরোধী অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছে। বিপরীতে আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে। আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণই ক্ষমতার একমাত্র উৎস। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেই আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্ণিত হয়।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments