চীন সফরের প্রস্তুতি ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় খেলতে নামার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ইন্টার মায়ামির হয়ে মেসি হংকং একাদশের বিপক্ষে ম্যাচ না খেলায় বিশ্বকাপজয়ীদের সফরটি বাতিল হয়ে যায়। এতে কিছুটা বিপদে পড়েছিল তারা।
তবে চীন সফর বাতিল হলেও যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চলতি মাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে। ম্যাচ দুটি সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।
২৬ সদস্যের দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের স্কোয়াডে রেখেছে কোচ লিওনেল স্কালোনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আলো ছড়ানো আলেহান্দ্রো গারানাচোর সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের আরও তিনজন দলে জায়গা পেয়েছেন। তাঁরা হচ্ছেন ভ্যালেন্টিন বারকো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি।
আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর দ্বিতীয়টি লস অ্যাঞ্জেলেসে ২৬ মার্চ, কোস্টারিকার বিপক্ষে। দুই ম্যাচেই দলকে নেতৃত্ব দেবেন অষ্টম ব্যালন ডি অর বিজয়ী লিওনেল মেসি। সর্বশেষ বিশ্বকাপে খেলা অধিকাংশ সতীর্থকেই যুক্তরাষ্ট্র সফরে পাচ্ছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে প্রস্তুতি ম্যাচে মেসি থাকলেও ব্রাজিলের দলে নেই সেলেসাওদের তারকা ফুটবলার নেইমার। বর্তমানে আল হিলালের হয়ে পুনর্বাসনে থাকা স্ট্রাইকারকে বাদ দিয়ে গতকাল দল ঘোষণা করেছে ব্রাজিলও। নেইমার না থাকলেও চোট নিয়েও ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন রিচার্লিসন।এতে জানুয়ারিতে দায়িত্ব নেওয়া দরিভাল জুনিয়র প্রথমবারের মতো ব্রাজিলের দল ঘোষণা করেছেন। বেশ কিছু উদীয়মান খেলোয়াড়কে দলে নিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রিয়াল মাদ্রিদে নাম লেখানো ১৭ বছর বয়সী এনদ্রিক এবং পিএসজির লুকাস বেরালদো। ফরোয়ার্ড এনদ্রিক আগেও ডাক পেলেও প্রথমবার দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার বেরালদো।
ব্রাজিলের হয়ে ডাগআউটে ২৪ মার্চ অভিষেক হবে দরিভালের। এদিন ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর দল মুখোমুখি হবে। আর ২৭ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুয়ে স্পেনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রস্তুতি পর্ব শেষেই কোপা আমেরিকার দামামায় মেতে উঠবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। আগামী ২১ জুন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শুরু হবে।