Friday, November 22, 2024
spot_img
Homeসারাদেশজুয়া খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

জুয়া খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে সকাল থেকে থেমে এই সংঘর্ষ চলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরতলীর বিরাসার পশ্চিমপাড়া এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় কাশেম মাস্টার ও বাবুল মিয়ার গোষ্ঠীর সদস্য আল আমিনের সঙ্গে একই এলাকার তাজ মোহাম্মদ ইয়াছিন ও দুলাল আনসারী গোষ্ঠীর সদস্য নুরুল্লা ও সুজনের প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে আজ মঙ্গলবার সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি রিভলভার ও ককটেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে।

সংঘর্ষের সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় অন্তত ১০টি বাড়িঘর। এ ছাড়া লুটপাট ও ভাঙচুর করা হয় আরও অন্তত ৩০টি বাড়িঘর।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দাঙ্গাবাজদের হামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. সোহেলসহ চার পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় পাঁচ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments