Sunday, November 10, 2024
spot_img
Homeখেলাধুলাসৌম্যর নট আউট নিয়ে শান্ত কী বললেন

সৌম্যর নট আউট নিয়ে শান্ত কী বললেন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন ভিন্ন এক আবহ। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে দল দুটি মুখোমুখি হলে উত্তেজনা ছড়াবেই। এশিয়ার মাঠে হলে তো কোনো কথাই নেই। ‘নাগিন ড্যান্স উদযাপন’, ‘টাইমড আউট’—বহুল আলোচিত দুই ঘটনার এবার ঘটেছে ‘আল্ট্রা-এজ বিতর্কের’ মতো ঘটনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ‘আল্ট্রা-এজ বিতর্কের’ ঘটনাটা। সৌম্য সরকারের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দো। বিনুরার মতো তাঁর সতীর্থরা আবেদন করা শুরু করলে আম্পায়ার গাজী সোহেল দেন আউট। সৌম্যর তৎক্ষণাৎ নেওয়া রিভিউয়ে স্পাইক দেখা গেলেও টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল নট আউট ঘোষণা করেন। লঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কাসহ সবার হাবভাবে বোঝা যায়, তাঁরা কতটা হতাশ। এরপর ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্যর ঘটনার সময় ডাগআউটের পরিবেশ কেমন ছিল, এই প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘আমি গা গরম করছিলাম। এমনি কথা বলছিলাম। আউট নিয়ে কোনো কথা বলিনি। স্পষ্টতই সেটা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার আছে বলে মনে হয় না।’

সদ্য সমাপ্ত ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শান্তর ব্যাট হাসেনি। সিলেট সিক্সার্সের হয়ে ১৪ ম্যাচে করেন ১৭৫ রান। কোনো ফিফটি ছিল না। বিপিএল ব্যস্ততার পর সিলেটের মাঠে সোমবার প্রথম টি-টোয়েন্টিতে করেছেন ২০ রান। এরপর গতকাল ৩৮ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শান্ত। যখন সাম্প্রতিক পরিসংখ্যান মনে করিয়ে দেওয়া হলো সংবাদসম্মেলনে, মজা করতে ছাড়েননি শান্ত নিজেও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভাই, এত পরিসংখ্যান কীভাবে দেখেন আপনারা? মানে ১১ ম্যাচ পর করলাম (ফিফটি)। ফিফটি করাটা গুরুত্বপূর্ণ না। যে রানটা করছি, সেটা দলের জন্য কতটা কার্যকরী। করতে পেরেছি, সেটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিলেটে পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments