Sunday, September 8, 2024
spot_img
Homeসারাদেশএমন হবে জানলে ভোটই দিতে আসতাম না’

এমন হবে জানলে ভোটই দিতে আসতাম না’

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মনি আক্তার ও রাহেলা আক্তার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় তারা সমস্যায় পড়েন। আঙুলের ছাপ মিলছে না- তাদের মতো এমন ভোটারের বেশিরভাগ বয়স্ক নারী।

এসকে হাসপাতাল এলাকার বাসিন্দা লাইলী বেগমের ইভিএমে আঙুলের ছাপ উঠেনি। সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে পৌনে ১০টার দিকে কেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি। ক্ষোভ প্রকশ করে বলেন, ‘এমন অবস্থা হবে জানলে ভোটই দিতে আসতাম না।’

বৃদ্ধা ভারতী বাঁশফোড়ও আঙুুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি। প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়ে ভোট দিতে না পারার কারণে তিনিও ক্ষোভ প্রকাশ করেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূরুল ইসলাম বলেন, ‘নারীদের আঙুলের রেখায় সমস্যা হওয়ায় এমনটি হয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে সমস্যা কম।’ ইভিএমে ভোটে কিছুটা ধীরগতি হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

শনিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএমে ভোটে কিছুটা ধীরগতি রয়েছে। অনেক নারীর আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় তারা ভোট দিতে সমস্যায় পড়েন। জাতীয় পরিচয়পত্র এনে তাদের ভোট দিতে বলা হয়েছে।

ভোট গ্রহণের শুরুতে নগরীর মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নারী ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এ প্রতিষ্ঠানটিতে নারীদের জন্য দুটি কেন্দ্রের ব্যবস্থা রয়েছে। একটি কেন্দ্রে ভোটার ১৫৬০ জন, অপর কেন্দ্রে ২৪৬০ জন। আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে আসেন নারী ভোটাররা। তবে ইভিএম মেশিনে অনভ্যস্ত ভোটারদের ভোট দিতে সময় বেশি লাগছে। এতে ভোটগ্রহণে ধীরগতি দেখা দেয়।

সকাল সাড়ে ৮টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দিতে যান কালিবাড়ী এলাকার বাসিন্দা শেফালী। তিনি বলেন, ‘ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। মেশিনে আঙুলের ছাপ উঠেনি। দায়িত্বরত লোকজন বলেছেন, বাড়ির কাজ করার কারণে আঙুলের এমনটি হয়েছে।’

কালীবাড়ি গুদারাঘাট এলাকার বাসিন্দা মনোয়ারা খাতুন বলেন, ‘আমাদের কামের হাত। পেঁয়াজ কাইট্টা আঙুলের দাগ মুইচ্ছা দেছে। অহন ভোট দিবার আইস্যা বিপদে পড়ছি। আঙুলের ছাপ আসে না। পরে কইছে আইডি কার্ড লইয়্যা আইতে।’

তবে একই কেন্দ্রে ইভেএমে প্রথম ভোট দিয়ে বেশ খুশি বকুল বিশ্বাস। তিনি বলেন, ‘মেশিনে আমার ভোট দ্রুতই দিয়েছি।’

ভোট কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং অফিসার কাজল চন্দ্র দাস বলেন, নারী ভোটারদের আঙুলের ছাপ নিতে একটু সমস্যা হওয়ায় কিছুটা সময় বেশি লাগছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোট কক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার ভোট দিতে পারবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments