ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে তৃতীয়বারের মতো শুরু হয়েছে দুদিনের ‘নজরুল উৎসব ২০২৪’। গতকাল শুরু হয়েছে এ উৎসব।
বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, তার সংগীতের আদি সুর ও বাণী নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
গতকাল উদ্বোধনী পর্বে শুদ্ধ সুর ও বাণীতে গীত নজরুলের ১২৫টি গান উন্মুক্ত করা হয় ইউটিউবে। পেশাদারি যন্ত্রাণুষঙ্গসহ রেকর্ডকৃত এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত শিল্পীরা।
আজ শনিবার বিকেল ৫টায় শুরু হবে দ্বিতীয় দিনের উৎসব। এদিন গান শোনাবেন খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, ফেরদৌস আরা, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, পায়েল করসহ বাংলাদেশ-ভারতের প্রখ্যাত শিল্পীরা।