অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে গতকাল ২৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর করে। ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক চুক্তিটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে অবদান রাখবে। ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন এই প্রকল্পের রিসোর্স পার্টনার।
প্রকল্পটির উদ্দেশ্য হলো উন্নত নীতি ও আইন, জবাবদিহিমূলক, জেন্ডার প্রতিক্রিয়াশীল এবং অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার প্রতিষ্ঠার মাধ্যমে আরও বেশি বাংলাদেশি পুরুষ ও মহিলা শ্রমিকদের উপযুক্ত কাজ উপভোগ নিশ্চিত করা এবং টেকসই ব্যবসায়িক অনুশীলন শিল্পের প্রতিযোগিতায় অবদান রাখা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন চুক্তিতে স্বাক্ষর করেন।