Sunday, September 8, 2024
spot_img
Homeজাতীয়যেকোনো মূল্যে নাবিকদের দেশে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর: নৌপ্রতিমন্ত্রী

যেকোনো মূল্যে নাবিকদের দেশে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালীয় জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থভাবে দেশে ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজ বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতরে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতসংক্রান্ত এক সভার শুরুতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত থাকা খবর অনুযায়ী নাবিকেরা সুস্থ এবং ভালো আছেন।

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ক্রু ছিলেন। অপহৃত জাহাজ উদ্ধারের অগ্রগতি জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কথা হচ্ছে, যেকোনো মূল্যে নাবিকদের বাংলাদেশে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর।’

পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সামাজিক জীব, পরিবার নিয়ে বসবাস করি। যে পরিবারগুলোর সদস্যরা সেখানে আটকে আছে, সে পরিবারগুলোর কীভাবে দিন যাচ্ছে সেটা আমরা অনুভব করছি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অন্য জায়গাগুলোতে তিনি কথা বলেছেন। নাবিকদের নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

নাবিকদের ফিরিয়ে আনতে কত সময় লাগতে পারে জানতে চাইলে খালিদ মাহমুদ বলেন, ‘যাঁরা এখন জাহাজটি নিয়ন্ত্রণ করছেন, তাঁরা তো মানুষ না, তাঁরা জলদস্যু। মানুষের সঙ্গে কথা বললে আমি সময় নির্ধারণ করতে পারব, এতগুলো মিটিং করলে আমরা শেষ করতে পারব। এটা জলদস্যুদের বিষয়, জলদস্যু আর মানুষ এক নয়। তাই সময়টা এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে না।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments