Tuesday, November 26, 2024
spot_img
Homeখেলাধুলাতানজিম সাকিবের যে গুণে মুগ্ধ মুশফিক

তানজিম সাকিবের যে গুণে মুগ্ধ মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে গতকাল ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। যদিও টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে বল হাতে শুরুটা মোটেও ভালো ছিল না স্বাগতিক বোলারদের। পরবর্তীতে দলের পেসারত্রয়ী দারুণ কামব্যাক করেছেন। ম্যাচ শেষে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রশংসাও পেয়েছেন তাসকিন, শরিফুল ও সাকিবরা। 

শুরুতে তাসকিন, শরিফুলের প্রশংসা করে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘উইকেটে শুরু থেকেই যথেষ্ট সহায়তা ছিল। আমাদের প্রথম স্পেল আহামরি ভালো হয়নি। শরিফুল গত এক-দেড় বছর ধরে মাশাআল্লাহ খুব ভালো করছে, তাসকিনও ভালো করছে। পরিকল্পনা হয়ত বাস্তবায়ন হয়নি। কিন্তু যেভাবে কামব্যাক করেছে, আউটস্ট্যান্ডিং।’

শ্রীলঙ্কার প্রথম তিন উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। যা পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন মুশফিক, ‘সাকিব পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট ঐ জায়গাটাই। ৩টা উইকেট খুব ভালো সময়ে নিয়েছে। তাসকিন যেভাবে কামব্যাক করেছে, শেষদিকে শরিফুল… সব মিলিয়ে বোলিং এবং ফিল্ডিং এফোর্ট আউটস্ট্যান্ডিং ছিল।’

পারফরম্যান্সের পাশাপাশি সাকিবের অন্য বিষয় গুলোতেও মুগ্ধ মুশফিক, ‘যদি ভুল না করি, শেষ ওয়ানডেতেও ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। ও যে বোলিং করে, প্রথম থেকেই শুধু উইকেট নেওয়ার জন্য না। ওর যে ইচ্ছা আর ওয়ার্ক ইথিকস। পেস বোলারদের মধ্যে এমনটাই থাকতে হয়। একজন তরুণ যখন এসেই… প্রক্রিয়া, খাওয়াদাওয়া, ফিটনেস বা ওয়ার্ক ইথিকস… সবসময় চেষ্টা করে। আগ্রাসন, চেষ্টা এগুলো অনেক বড় ফ্যাক্ট। তরুণ কেউ এসব করলে দলের জন্য বাড়তি পাওয়া। ভালো অভ্যাস নিয়ে এই পরিবেশে আসলে আপনাকে আর শেখাতে হবে না।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments