Tuesday, November 26, 2024
spot_img
Homeজাতীয়বার্নে ভর্তি থাকা চার জনের পুড়েছে ৯৫-১০০ শতাংশ

বার্নে ভর্তি থাকা চার জনের পুড়েছে ৯৫-১০০ শতাংশ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিরত রোগীদের মধ্যে ৯৫ থেকে শতভাগ পুড়ে যাওয়া চার জন রোগী রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে চিকিৎসা বোর্ড সভায় এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান।

তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। এই ৩২ জনের মধ্যে ৫ জন রোগী আইসিইউ এবং ২ জন এইচডিইউতে ভর্তি। রোগীদের মধ্যে ১০০ শতাংশ বার্ন আছেন একজন, ৯৫ শতাংশ বার্ন রোগী আছেন ৩ জন এবং ৫০-১০০ শতাংশ বার্ন রোগী আছে মোট ১৬ জন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হোসাইন ইমামসহ (ইমু) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments