Monday, September 16, 2024
spot_img
Homeঅর্থনীতিবিজিএমইএর নতুন সভাপতি এসএম মান্নান, ৭ সহ-সভাপতি নির্বাচিত

বিজিএমইএর নতুন সভাপতি এসএম মান্নান, ৭ সহ-সভাপতি নির্বাচিত

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান।

তিনি বর্তমান সভাপতি ফারুক হাসানের স্থলাভিষিক্ত হবেন। তার নেতৃত্বাধীন পর্ষদ ২০২৪-২৬ সালে মেয়াদে দায়িত্ব পালন করবে।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বৃহস্পতিবার সংগঠনটির নতুন সভাপতিসহ ৭জন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচিত সহসভাপতিদের মধ্যে পাঁচজনই বিদায়ী পর্ষদেও একই দায়িত্বে ছিলেন।

আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় বিজিএমইএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি দায়িত্ব নেবে।

এবার বিজিএমইএর প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইন টেক্সের এমডি খন্দকার রফিকুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাছির উদ্দিন, বিটপি গ্রুপের এমডি মিরান আলী, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব এবং এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরী।

গত ৯ মার্চ বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পান বিজিএমইএর বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সেহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এস এম মান্নান কচির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।

ওই দিন বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে ৩৫টি পরিচালক প‌দে ঢাকা ও চট্টগ্রামে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৪৯৬ ভোটারের মধ্যে ৮৯ শতাংশ বা ২ হাজার ২২৬ জন ভোট দেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এস এম মান্নানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। এই প্যানেলের ৩৫ জনই জয়ী হন। তাদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফোরাম নামের প্যানেল। সেটির দলনেতা ফয়সাল সামাদসহ কেউই জয়ী হতে পারেননি। ফ‌লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নতুন পর্ষদ।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments