Thursday, September 19, 2024
spot_img
Homeখেলাধুলাচেন্নাই তাহলে মোস্তাফিজকে বসিয়ে রাখবে না

চেন্নাই তাহলে মোস্তাফিজকে বসিয়ে রাখবে না

ছন্দ হারিয়ে অনেক দিন হলো নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা তাঁর কাটছে ডাগআউটে বসে ৷

তবে আইপিএলে মোস্তাফিজের ওপর আস্থা রাখতে চায় তাঁর নতুন দল চেন্নাই সুপার কিংস। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সর্বশেষ দুই আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে কিছুই করতে পারেননি বাংলাদেশি পেসার। তবু চেন্নাই বাঁহাতি পেসারের ওপর আস্থা রাখতে চাচ্ছে টুর্নামেন্টে খেলার দীর্ঘ অভিজ্ঞতা এবং ঘরের মাঠ চিপকের উইকেট বিবেচনায়। এ ছাড়া অতীতে ডেথ ওভারে কতটা ভয়ংকর ছিলেন সেটিও বিবেচনায় নিয়ে বাংলাদেশি পেসারকে দলে ভিড়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

নিলামে মাতিশা পাতিরানার বিকল্প হিসেবেই ভারতীয় মুদ্রায় ২ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল চেন্নাই। সর্বশেষ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে ১৯ উইকেট নিয়েছিলেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত এই পেসার। তবে উইকেটের চেয়েও ডেথ ওভারে মহেন্দ্র সিং ধোনির তুরুপের তাস ছিলেন শ্রীলঙ্কান পেসার। সেই তুরুপর তাস চোটে পড়ায় কপাল খুলতে যাচ্ছে মোস্তাফিজের। শ্রীলঙ্কান পেসারের দায়িত্বটা এবার ফিজের কাঁধে উঠতে যাচ্ছে। এমনটিই জানিয়েছেন চেন্নাইয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

টুর্নামেন্টের শুরু থেকেই মোস্তাফিজকে খেলাতে চায় চেন্নাই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘২০ মার্চ ফিজ ক্যাম্পে যোগ দেবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের দুদিন আগেই আমরা তাকে পাচ্ছি। সে জানে কী করতে হবে তাকে এবং আমরাও দেখার অপেক্ষায় আছি।’

সিলেটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাতিরানা চোট পান হ্যামস্ট্রিংয়ে। সেই চোট তাঁকে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে রাখবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কান পেসারের চোট পাওয়ায় মোস্তাফিজের খেলার সম্ভাবনা বেড়েছে।

মোস্তাফিজের খেলা অনেকটা নিশ্চিত হলেও পাতিরানাকে পাওয়ার আশাও ছাড়ছে না চেন্নাই। লঙ্কান পেসারের চোট নিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ‘এসএলসির সঙ্গে আমাদের কথা বলে নিশ্চিত হতে হবে, কবে থেকে তাকে পাওয়া যাবে। সে আমাদের অন্যতম প্রধান বোলার। তবে এমন ঘটনা (চোট) ঘটতেই পারে।’ চেন্নাইয়ের যেমন পাতিরানা অন্যতম প্রধান বোলার, তেমনি শ্রীলঙ্কারও। আগামী জুনে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২১ বছর বয়সী পেসারকে আইপিএলে খেলতে দিয়ে শ্রীলঙ্কা ঝুঁকি নেবে কিনা সেটিও ভাবার বিষয় রয়েছে এসএলসির।

সব মিলিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পাওয়া মোস্তাফিজের টুর্নামেন্টের শুরু থেকেই খেলার সম্ভাবনা বেশি। সব ম্যাচ খেলার সুযোগ না পেলেও ঘরের মাঠ চিপকে ৭ ম্যাচই খেলার সম্ভাবনা প্রবল। চেন্নাইয়ের কন্ডিশন ও উইকেট ফিজের বোলিংয়ের সঙ্গে খুবই মানানসই ৷ সর্বশেষ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ের উইকেটে পুরোনো মোস্তাফিজকেই দেখা গিয়েছিল।

আইপিএলে চার দলের হয়ে ৬ টুর্নামেন্ট খেলে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৬ সালে অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পথে ১৭ উইকেট নেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে পেয়েছিলেন একমাত্র বিদেশি হিসেবে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। এবার সেই পুরোনো মোস্তাফিজকে দেখার অপেক্ষায় চেন্নাই।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments