Sunday, September 8, 2024
spot_img
Homeখেলাধুলাঅলিখিত ফাইনালে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

অলিখিত ফাইনালে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

টানা তৃতীয় ওয়ানডেতে টস জিতলেন কুশল মেন্ডিস। দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচে জিতেছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস।

বাংলাদেশের শেষ ওয়ানডের একাদশে তিন পরিবর্তন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তানজিম হাসান সাকিব ছিটকে গেছেন এ ম্যাচ থেকে থেকে। সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েন লিটন দাস। আজ ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী এনামুল হক বিজয়। আগের দুই ওয়ানডেতে বেশ ভালো বোলিং করতে পারেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। এই ম্যাচে তাঁকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

বিপরীতে লঙ্কানরা খেলছে এক পরিবর্তন নিয়ে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার মাহেশ তিকসানা।

বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। শ্রীলঙ্কা খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে তিন স্পিনার দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও তিকশানা।  খন্ডকালীন পেস বোলিংয়ের জন্য অলরাউন্ডার জানিত লিয়ানাগেও আছেন।

এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ছয়টিতে। দুটি সিরিজ সমতায় আর একটি সিরিজে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: 
কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা,প্রমোদ মাদুশান।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments