Saturday, November 9, 2024
spot_img
Homeজাতীয়বৃষ্টিতে নাকাল রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে তীব্র ভোগান্তি

বৃষ্টিতে নাকাল রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে তীব্র ভোগান্তি

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বিকেলে বেশ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে যানজটও। এমনিতেই ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজট থাকে। আজ তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। 

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে জলাবদ্ধতা ও যানজটের চিত্র দেখা গেছে।

বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।

রাজারবাগ এলাকায় যানজটে আটকে থাকা জসিম উদ্দিন নামে একজন বলেন, বিকেলের বৃষ্টির পর থেকে রাজারবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজট, আরেকদিকে জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেল, অথচ গাড়ি নড়ছে না।

শান্তিনগর এলাকায় যানজটে আটকে পড়া যাত্রী মো. আনোয়ার বলেন, ৪টা থেকে গাড়িতে বসে আছি। এখন ৫টা বাজতে চলল। কিন্তু যানজট কমার কোনো নাম নেই। রোজা শুরু হওয়ার পর থেকে এমনিতেই বিকেলের দিকে যানজট হয়। আজ রাস্তায় পানি থাকায় গাড়িগুলো এগোতেই পারছে না।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচলে ধীরগতি ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments