Thursday, September 19, 2024
spot_img
Homeখেলাধুলাআইরিশদের ৯৮ রানে থামিয়ে সিরিজ জিতল আফগানরা

আইরিশদের ৯৮ রানে থামিয়ে সিরিজ জিতল আফগানরা

১৫৬ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ড অলআউট ৯৮ রানে। এই হারে আফগানিস্তানের হাতে সিরিজও তুলে দিল আইরিশরা। ৫৭ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল আফগানরা।

শারজায় অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে গতরাতে পাত্তায় পায়নি আয়ারল্যান্ড। টসে জিতে শুরুতে ধাক্কা খেলেও ইব্রাহিম জাদরানের ৫১ বলে অপরাজিত ৭২ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন উইকেটরক্ষক মোহাম্মদ ইশাক। ১৯ রান ওপেনার সেদিকুল্লাহ আতালের।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.২ ওভারে থামে আইরিশদের ইনিংস। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসা আয়ারল্যান্ডের মাত্র তিনজন—হেরি টেক্টর (১৬), কার্টিস ক্যাম্ফার (২৮) ও গ্যারেথ ডিলানি (২১) দুই অঙ্কের রান ছুঁয়েছেন।

মূলত আইরিশরা হিমশিম খেয়েছে আফগান তোপের সামনে। তাদের ৮ উইকেটই নিয়েছেন পেসাররা। যার মধ্যে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২.২ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাভিন-উল-হক। ১ উইকেট নিয়েছেন রশিদ খান। চোটের কারণে এর আগে বেশ কিছু টুর্নামেন্ট না খেললেও এই সিরিজে ৮ উইকেট ও ৩৩ রান নিয়ে তিনিই সিরিজ সেরা। আর তৃতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা সেরা ইব্রাহিম।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments