Sunday, September 8, 2024
spot_img
Homeখেলাধুলাদ্রুততম গোলের বিশ্ব রেকর্ড অস্ট্রিয়ান ফুটবলারের

দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড অস্ট্রিয়ান ফুটবলারের

স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শক হয়তো তখনো ঠিকমতো নিজেদের সিটে বসেননি। কিন্তু মাঠে এক দলের খেলোয়াড়েরা উল্লাস শুরু করে দিয়েছেন। গতকাল তেমনি এক ঘটনা ঘটেছে স্লোভাকিয়ার তেহেলনি পোল স্টেডিয়ামে।

রেফারির বাঁশি বাজার ৬ সেকেন্ডের মধ্যেই গোল। আর এতেই বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড। এত কম সময়ে আর কখনো গোল হয়নি আন্তর্জাতিক ফুটবলে। দ্রুততম গোলের নায়ক হচ্ছেন অস্ট্রিয়ার ক্রিস্টোফ বমগার্টনার।

কিক-অফের পর সতীর্থের কাছ থেকে বল পেয়েই স্লোভাকিয়ার তিন খেলোয়াড়কে কাটানোর পর গোলরক্ষক মার্টিন দুবরাভকাকে নিচু শটে পরাস্ত করেন মিডফিল্ডার বমগার্টনার। আর তাতেই ইতিহাস হয়ে গেলেন ২৪ বছর বয়সী ফুটবলার। রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন লুকাস পোডলস্কিকে। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করেছিলেন জার্মান মিডফিল্ডার।

দ্রুততম গোলের ম্যাচে স্লোভাকিয়াকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার হয়ে অন্য গোলটি করেছেন আন্দ্রেয়াস ওয়েইম্যান। অন্যদিকে গতকাল রাতে নিজেদের ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড স্পর্শ করেছে জার্মানিও। ফ্রান্সের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৫ গজ দূর থেকে গোলটি করেছেন ফ্লোরিয়ান ভাইর্টৎস। এতে পোডালস্কির সঙ্গে এখন যৌথভাবে দ্রুততম গোলের মালিক তিনি।

ভাইর্টৎসের দ্রুততম গোলের রাতে অবসর ভেঙে দলে ফিরেছেন টনি ক্রুস। তিন বছর পর জার্মান দলে ফেরা রিয়াল মাদ্রিদ তারকার প্রত্যাবর্তনটা জয় দিয়ে হয়েছে। ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলের জয়ে। সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেছেন কাই হাভার্টজ। এ নিয়ে টানা দ্বিতীয় পরাজয় দেখল কিলিয়ান এমবাপ্পেরা। সবশেষ গত বছরের সেপ্টেম্বরেও ২-১ ব্যবধানের পরাজয়ের স্বাদ পেয়েছিল তারা।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments