Wednesday, September 11, 2024
spot_img
Homeবিশ্বনির্বাচনের অর্থ নেই’, ভোটে লড়বেন না নির্মলা সীতারমণ

নির্বাচনের অর্থ নেই’, ভোটে লড়বেন না নির্মলা সীতারমণ

লোকসভা নির্বাচনের জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় বিজেপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।  বুধবার ভারতে আয়োজিত টাইমস নাও সামিট ২০২৪–এ এই মন্তব্য করেন তিনি। বিজেপি প্রেসিডেন্ট জেপি নদ্দা তাঁকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছেন বলে জানান সীতারমণ।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সীতারমণ বলেন, ‘প্রস্তাব পাওয়ার এক সপ্তাহ বা সাত দিন ধরে ভাবার পর আমি নিষেধ করে দেই। প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থ আমার নেই। আর অন্ধ্রপ্রদেশের হয়ে নির্বাচন করবো না তামিলনাড়ুর হয়ে তাও একটা সমস্যা। জয়ের জন্য বিভিন্ন মানদণ্ডের প্রশ্নও করা হবে…আপনি কি এই সম্প্রদায়ের বা আপনি কি এই ধর্মের? আপনি কি এটা নাকি ওটা? আমি নিষেধ করে দিয়েছি। আমার মনে হয় না আমি এটা করতে পারবো।’

তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি মেনে নিয়েছে… তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না।’

দেশের অর্থমন্ত্রীর কাছে নির্বাচন লড়াইয়ের জন্য পর্যাপ্ত তহবিল নেই কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের তহবিল তাঁর নয়।

তিনি বলেন, ‘আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয়ের অর্থ আমার। ভারত সরকারের তহবিল আমার নয়।’

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলা আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি বেশ কয়েকজন বর্তমান রাজ্যসভার সদস্যকে প্রার্থী করেছে। এতে রয়েছেন—পিয়ুশ গোয়েল, ভূপেন্দর যাদব, রাজিব চন্দ্রশেখর, মনসুখ মন্দবিয়া এবং জ্যোতিরাদিত্য সিন্দিয়া। সীতারমণ কর্ণাটক আসন থেকে রাজ্যসভার সদস্য়।

অন্য প্রার্থীদের জন্য প্রচারাভিযান চালাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমি অনেকগুলো গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেব এবং প্রার্থীদের সঙ্গে প্রচার করব। যেমন, আগামীকাল আমি রাজিব চন্দ্রশেখরের হয়ে প্রচার করবো।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments