Friday, November 8, 2024
spot_img
Homeবিনোদনস্টেজ শো’ ছাড়া বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকি: জেফার

স্টেজ শো’ ছাড়া বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকি: জেফার

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক জেফারকে নিয়ে ‘ঈদে শাড়ি পরবেন জেফার’ শীর্ষক শিরোনামে এক প্রতিবেদন করেন, যা নিয়ে সোশ্যালে রীতিমতো চর্চা শুরু হয়। বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন এই সংগীতশিল্পী। জানালেন, ছোটবেলা থেকেই শাড়ি ভীষণ রকম পছন্দ, কিন্তু খুব বেশি পরা হতো না। তবে এখন তিনি নিয়মিতই শড়ি পরেন।

জেফার রহমান বলেন, ‘আমি সবকিছু ইতিবাচকভাবেই দেখার চেষ্টা করি। গণমাধ্যমের প্রতিবেদনে শিরোনামের বিষয়টা তো আর আমাদের হাতে থাকে না। বিষয়টি আমি দেখেছি।’

শাড়ি পরা প্রসঙ্গে ‘ঝুমকা’ খ্যাত এই গায়িকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি শাড়ি ভীষণ রকম পছন্দের। কিন্তু আমি যেহেতু মিউজিশিয়ান, নিয়মিত শো করি সেজন্য ওয়েস্টার্ন পোশাকটা আমার জন্য বেশ আরামদায়ক এবং আমি সেটাতে অভ্যস্ত হয়ে গেছি। তবে শাড়ি যে একদমই পরি না, বিষয়টা এরকম না। বিশেষ দিবসগুলোতে আমি শাড়ি পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আর সবচেয়ে মজার বিষয় হলো, ‘মনোগামী’তে কাজ করতে গিয়ে শাড়িতেই বেশি কমফোর্টেবল হয়ে গেছি। এখন বেশিরভাগ সময় আমি শাড়িই পরে থাকি। শুধুমাত্র শোয়ের সময় ছাড়া।’

জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তবে সেটা সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন, সুর করেন। এছাড়াও তার আর একটি পরিচয় তিনি একজন প্রযোজকও।

আসছে ঈদে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। মুক্তি পাবে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments