ভারতের মধ্যপ্রদেশে গৌতম আদানির মালিকানাধীন একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ অংশীদারত্ব কিনছেন দেশটির আরেক ধনকুবের মুকেশ আম্বানি। আদানি পাওয়ারের অধীনে থাকা মাহান এনার্জেন লিমিটেড সংস্থার সঙ্গে ২০ বছর দীর্ঘ একটি চুক্তি করেছে রিলায়েন্স। এই চুক্তির মাধ্যমে মাহান এনার্জেন থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে রিলায়েন্স।
ভারতের শেয়ারবাজারে কোম্পানি দুটির দেওয়া আলাদা আলাদা ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
এই চুক্তি ৫০ কোটি টাকায় সম্পন্ন হয়েছে। প্রতি শেয়ারের দর মাত্র ১০ টাকা করে পড়েছে। এ বিনিয়োগের বিপরীতে বিদ্যুৎকেন্দ্রটির ৫০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা ব্যবহার করবে রিলায়েন্স।
এদিকে এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ মাহান এনার্জেন থেকে কিনে রিলায়েন্স কী করবে, তা এখনও জানা যায়নি।