বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসায় গেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
শনিবার (৩১ মার্চ) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় যান চিকিৎসক দল। পরীক্ষা-নীরিক্ষার পর তাকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমি এখনও কিছু জানি না। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামের বাসায় আছেন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এদিকে, বিএনপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে উপস্থিত একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া প্রস্তুতি দেখা গেছে।