Wednesday, November 6, 2024
spot_img
Homeবিশ্বতুরস্কে নাইটক্লাবে আগুন, নিহত ২৯

তুরস্কে নাইটক্লাবে আগুন, নিহত ২৯

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আন্ডারগ্রাউন্ড মাস্কেরেড নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দিনের বেলা সংস্কার কাজের সময় আগুন লাগে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডারগ্রাউন্ডের ওপরের ভবনে বসবাসকারী লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের গ্যারেটেপে জেলায় স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে আগুন লাগে। তদন্তের অংশ হিসেবে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিটি গভর্নরের কার্যালয়।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গত রোববারের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, সংস্কার বা নির্মাণের জন্য কোনো আবেদন করা হয়নি।

মাস্কেরেড নাইটক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে, ১০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নতুন নকশা অনুযায়ী সংস্কারের কারণে ক্লাব বন্ধ থাকবে। এখানে সপ্তাহে কয়েকবার ডিজে পার্টি এবং স্টেজ শো হয়। প্রায় ৪ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে এই ক্লাবের।

কর্তৃপক্ষ এলাকাটির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং সতর্কতা হিসেবে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments