Thursday, November 21, 2024
spot_img
Homeবিনোদনঈদের নাটক: পাঁচ রকমের সম্পর্ক নিয়ে ‘ভেজা চোখের গল্প’

ঈদের নাটক: পাঁচ রকমের সম্পর্ক নিয়ে ‘ভেজা চোখের গল্প’

ভিন্ন ভিন্ন বয়সের ভালোবাসা বা প্রেমের সম্পর্কগুলো হয় ভিন্ন ভিন্ন। কোনো বয়সের সম্পর্কের পেছনে থাকে কেবলই আবেগ, তো অন্য বয়সে সেটা চরম বাস্তবতার সমান্তরাল। আবার কোনো সম্পর্ক সুখে ভাসায় তো কোনো সম্পর্ক কেবলই কাঁদায়। এমনি পাঁচ বয়সের পাঁচটা সম্পর্কের গল্প নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছেন ঈদের নাটক ‘ভেজা চোখের গল্প’। পাঁচ জোড়া মানুষের ভিন্ন ভিন্ন পাঁচটি গল্প হলেও প্রতিটি গল্প একটি আরেকটির সঙ্গে জড়িত। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মোসাব্বের হোসেন মুয়িদ, গল্প রচনায় মাবরুর রশীদ বান্নাহ।

নাটকের পাঁচটি গল্পের জুটি হিসেবে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী, গোলাম কিবরিয়া তানভীর ও নামিরা, জোনায়েদ ও মাহিমা, রিজওয়ান ও মিম এবং শামীম রহমান ও অনামিকা।

নাটকটি নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘ভিন্ন বয়সের মানুষের আলাদা আলাদা পাঁচটি গল্পকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি এই নাটকে। মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে যেমন থাকে সুখের গল্প, তেমনি লুকিয়ে থাকে সূক্ষ্ম এক বেদনার সুর। যেই সুরে কখনো কখনো ভিজে ওঠে চোখ। নাটকের গল্পগুলো দর্শকদের আবেগকে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’

অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘অনেক দিন পর দারুণ একটা কাজ করলাম। পরিচালক হিসেবে মাবরুর রশীদ বান্নাহ চমৎকার। তাঁর ভাবনা, নির্দেশনা সব সময়ই ভিন্নতার স্বাদ দেয়। তার ওপর সহযোদ্ধা যদি বাবু ভাই (ফজলুর রহমান বাবু) হন তাহলে কাজটা আসলেই ভালো হয়।’

ভেজা চোখের গল্প নাটকটি এবার রোজার ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments