Friday, November 8, 2024
spot_img
Homeসারাদেশদলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোল তাবোল বলছে : আইনমন্ত্রী

দলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোল তাবোল বলছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কোনো রাজনৈতিক দল যখন তার অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, তখন তারা আবোল তাবোল বলতে থাকে। ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোল তাবোল বলছে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের অধীনে ৮০ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য হার পাওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে না যেতে পারলে দেশ এগিয়ে যাবে না। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী ৮০ জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ বিতরণ করেন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments