ভিসা প্রক্রিয়া শেষ করে আইপিএল খেলতে গতকাল সন্ধ্যায় ভারতে ফিরে গেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের প্রথম তিন ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে ২ এপ্রিল মাঝরাতে দেশে ফেরেন ফিজ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে রোববার হস্তান্তর করে আমেরিকান দূতাবাস। পাসপোর্ট হাতে পেয়ে খেলার জন্য ফিরে গেছেন চেন্নাই সুপার কিংসের ভেন্যুতে। আজ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ছন্দে থাকায় এ ম্যাচে খেলতে পারেন তিনি।
এবারের আইপিএলে শুরু থেকেই চেন্নাইয়ের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন মুস্তাফিজ। প্রথম তিন ম্যাচেই সাত উইকেট নিয়ে পার্পল ক্যাপধারীও হয়েছিলেন। শেষ ম্যাচ না খেলায় অবশ্য এখন সেটি তার কাছে নেই।
চেন্নাইও মুস্তাফিজকে ছাড়া খেলতে নেমে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। দলটির পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ। চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা হওয়ায় একাদশে ফিজের থাকা নিয়ে শঙ্কার কিছু নেই। আর টানা দুই হারে বেশ ব্যাকফুটে চলে গেছে দলটি। তাই এই ম্যাচে মুস্তাফিজকে পেতে চাইবে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা।
জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো আইপিএল খেলতে পারবেন না মুস্তাফিজ। এবার মোট ৮টি ম্যাচ খেলা হতে পারে বাংলাদেশি এ পেসারের। ঈদের পরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। যার ফলে চলতি মাসের শেষেই চেন্নাই শিবির ছাড়তে হবে মুস্তাফিজকে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বিসিবি।