Thursday, November 21, 2024
spot_img
Homeখেলাধুলাবিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির

আগে থেকে কোনো ইঙ্গিত ছিল না। বিরাট কোহলি হয়তো মনে মনেই রেখেছিলেন সিদ্ধান্তটা। বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে দিলেন অবসরের ঘোষণা। জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ ফাইনালটিই তার শেষ ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামার আগে ৭ ম্যাচে দুটি শূন্যসহ করেছিলেন মাত্র ৭৫ রান। হচ্ছিল প্রবল সমালোচনা। সেই কোহলি ফাইনালে ভারতের জয়ের নায়ক। ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংসে তিনিই ম্যাচসেরা।

পুরস্কার বিতরণী মঞ্চে এসে অনুষ্ঠানের সঞ্চালক হার্শা ভোগলেকে কোহলি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটিই আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারবেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করে দিতে পেরেছি। এখন অথবা কখনোই নয়, ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি, সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’

যেহেতু আগাম ঘোষণা ছিল না, কোহলি আসলেই অবসরের কথা বলেছেন কিনা সেটি বুঝতে একটু কষ্ট হলো ভোগলের। কোহলির পরের কথায় নিশ্চিত হয়ে যায়, ফল যাই হোক তিনি অবসরের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেই রেখেছিলেন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments