চট্টগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার উপপরিদর্শক আব্দুল বাতেন বলেন, অটোরিকশার এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদের কী অবস্থা হয়েছে তা এখনো জানতে পারিনি।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ডাম্পট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-ছেলেসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বোয়ালখালী উপজেলার একজন ও পটিয়ার দুজন রয়েছেন। হাসপাতালে নেওয়ার সময় তাদের মৃত্যু হয়েছে।
তবে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।