Sunday, November 10, 2024
spot_img
Homeজাতীয়ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা

জিরোপয়েন্টে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। ১০ জন প্রতিনিধি যাওয়ার কথা থাকলেও বেলা পৌনে ২টার পর সব শিক্ষার্থীই বঙ্গভবনের দিকে যেতে থাকেন।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টা ৪৬ মিনিটে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

এর আগে আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢালাওভাবে বঙ্গভবন অভিমুখে যাবো না। আমাদের প্রতিনিধি যাবে।

তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট জায়গায় আটকে রাখা যায়নি।

 

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments