এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
উভয় পক্ষকে লাঠিসোঁটা হাতে দেখা গেছে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৩টা ৫৫) পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির আজকের পত্রিকাকে বলেন, ‘হলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নজরে রাখছি।’
এ দিকে মল চত্বরেও কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আন্দোলনকারীরা ভিসি চত্বরে অবস্থান নিয়েছেন আর ছাত্রলীগের নেতা-কর্মীরা মল চত্বরে অবস্থান করছেন