Thursday, September 19, 2024
spot_img
Homeবিনোদনশিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গান গাইবে ৭ ব্যান্ড

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গান গাইবে ৭ ব্যান্ড

কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র-জনতার হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গান গাওয়ার ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় অনেকগুলো ব্যান্ড। শনিবার বিকেল তিনটায় ‘গেট আপ-স্ট্যান্ড আপ’ নামে অনুষ্ঠানটি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে।

ইতোমধ্যে ব্যান্ডগুলো অনুষ্ঠানে থাকার কথা জানিয়ে ফেসবুকে নিজেদের পেজে ঘোষণা দিয়েছে। সমকাল ৭টি ব্যান্ডের ফেসবুক পোস্ট দেখেছে। ব্যান্ডগুলো হলো- ‘আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট, অ্যাশেজ’।

তারা লিখেছেন, ‘আগামী শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা সংগীতশিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্র সরোবরে (ধানমন্ডি ৮/এ)। গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করব। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।’

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের সংখ্যা ২১০ জন ছাড়িয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের সঙ্গে সংহতি জানিয়েছে সমাজের নানা স্তরের মানুষ।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments