গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিদায়ে নানা প্রশ্ন ঘুরছে ক্রীড়াঙ্গনেও। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন বসে গেছে অক্টোবরে অনুষ্ঠেয় নারী ক্রিকেট বিশ্বকাপের পাশে। আইনশৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতিতে না ফিরলে আর নিরাপত্তায় শতভাগ নিশ্চয়তা না ফিরলে আইসিসি সরিয়েও নিতে পারে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক সপ্তাহের নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা আইসিসির।
ক্রিকেটের দুই ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি গভীরভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি আগামী কিছুদিনে পরিস্থিতির উন্নতি না হয়, বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোনো দেশে। বিকল্প হিসেবে ভারত ও শ্রীলঙ্কার নামও চলে এসেছে। শ্রীলঙ্কার সমস্যা হচ্ছে, অক্টোবরে সেখানে বৃষ্টির দাপট থাকে। আর ভারতে পাকিস্তান সফর নিয়ে জটিলতা আছে। বিকল্প ভেন্যুর তালিকায় থাকছে সংযুক্ত আরব আমিরাতও। আইসিসির একজন কর্মকর্তা কাল ক্রিকইনফোকে বলেছেন, ‘বিসিবির সঙ্গে সমন্বয় রেখে আইসিসি গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমাদের কাছে নিরাপত্তা অগ্রাধিকার পাবে।’
নারী বিশ্বকাপ শুরুর কথা ৩ অক্টোবর। দশ দলের অংশগ্রহণে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ২৩টি ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ অক্টোবর।