Thursday, September 19, 2024
spot_img
Homeবিনোদননতুন বাংলাদেশের জন্য শিরোনামহীন এর গান

নতুন বাংলাদেশের জন্য শিরোনামহীন এর গান

নতুন বাংলাদেশের জন্য গান প্রকাশ করল দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। মঙ্গলবার রাতে শিরোনামহীনের ফেসবুক পেজ থেকে ‘কেনো’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়। ২ মিনিট ৫১ সেকেন্ডের এই গানটি ইতোমধ্যে ভক্তদের মন ছুঁয়েছে।

জিয়াউর রহমানের কথায় কাজী আহমেদ শাফিনের সুরে গানটির প্রথম চার লাইন—‘আজ এই শহরের পাখিরা সারা রাত অযথাই অন্ধের মতো উড়ছে কেন? কড়া রোদে পুড়ে ছাই হয়ে আকাশের গায়ে লাল সূর্যটা তবু জ্বলছে কেন?’

শিরোনামহীন জানিয়েছে, গানটি শোনা যাচ্ছে অ্যাপেল মিউজিক, জিও সায়ন, গানা, অ্যামাজন মিউজিক, স্পটফাই ও ইউটিউবে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আসছে শিরোনামহীন। শিল্পীরা সশরীরে উপস্থিত হয়ে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

গত শনিবার রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ব্যান্ডের শিল্পীরা। এক ফেসবুক পোস্টে তখন শিরোনামহীন উল্লেখ করে, ‘চলে এসেছি শহীদ মিনারে। এত লক্ষ মানুষ কখনো দেখিনি এখানে। শিক্ষার্থীদের গায়ে যেন আর একটা গুলি না চলে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments