Thursday, September 19, 2024
spot_img
Homeসারাদেশ৮৮ লাখ টাকাসহ তিনজনকে আটক করলেন শিক্ষার্থীরা

৮৮ লাখ টাকাসহ তিনজনকে আটক করলেন শিক্ষার্থীরা

নরসিংদীতে ৮৮ লাখ ৫০ হাজার টাকা ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছেন নিরাপত্তার কাজে দায়িত্বরত শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার হরিয়ালা গ্রামের আবু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববিপারার জুরু মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দুর্গাপুরের নুরু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩৩)। এছাড়া ১৩-১৬৫২ নম্বর সম্বলিত একটি প্রাইভেট কার আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুট্যান্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কার দেখে সন্দেহ হয়। তাতে তল্লাশি করে টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আর আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments