শওকতুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কুতুবদিয়া উপজেলার লেমশীখালী চৌমুহনী রাস্তার মাথা এলাকায় কুতুবদিয়া সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ টা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা এইঅভিযান পরিচালনা করা হয়।অভিযানে ২৫টি অবৈধ দোকানসহ একটি তিনতলা বিল্ডিং উচ্ছেদকরা হয়। উচ্ছেদে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান চৌমুহনী রাস্তার মাথার ব্যবসায়ীরা।তারা অভিযোগ করে বলেন আমাদের পর্যাপ্ত সময় সুযোগ না দিয়ে আকস্মিক এই উচ্ছেদ অভিযানে আমরা খুবই ব্যর্থিত ও মর্মাহত।যে রোজগারে আমাদের সংসার চলত এখন তাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। আমরা কিভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না।
অভিযানে উপস্থিত ছিলেন, সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাহাত আলম, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন, নৌ-কন্টিনজেন্ট কমান্ডার কুতুবদিয়া পক্ষে সাব-লেফটেন্যান্ট সা’আদ, স্থানীয় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান,ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্রাম পুলিশের কয়েকটি টিম।
সড়ক ও জনপদ বিভাগ জানায়, সড়ক ও জনপদ বিভাগের জায়গা উদ্ধারে কোন ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

