• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‘মেটা কানেক্ট ২০২৫’ এর আলোচনায় স্মার্ট গ্লাস 

     Ahmed 
    17th Sep 2025 4:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক:   সিলিকন ভ্যালির সবচেয়ে বড় আয়োজন ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হচ্ছে বুধবার। মেটার প্রধান কার্যালয় মেনলো পার্কে বসছে এ আয়োজন। এবারের আয়োজনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কোম্পানির নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।

    এআই–চালিত স্মার্ট গ্লাসটি বাজারে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। রেও-ব্যান ও ওকলের যৌথভাবে তৈরি এ গ্লাস। এছাড়া থাকতে পারে আরও চমক— হাইপারনোভা নামে নতুন ধরনের স্মার্ট গ্লাস।

    ফাঁস হওয়া একটি ভিডিও সূত্রে দেখা গেছে, চশমার ডান লেন্সে থাকছে হেডস-আপ ডিসপ্লে। সঙ্গে ক্যামেরা, মাইক্রোফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী।

    শুধু রেও-ব্যান নয়, আলোচনায় আছে ওকলের স্পেয়ারা স্টাইল মডেলও। দৌড়বিদ বা বাইকারদের জন্য এটির বড় ইউনিফাইড লেন্স বিশেষভাবে আকর্ষণীয়। আগের মডেলগুলোর তুলনায় এর ডিজাইন আরও স্পোর্টি। আর ক্যামেরা বসানো হয়েছে নাকের ঠিক উপরে।

    কানেক্ট মঞ্চের আরেকটি বড় আলোচনার বিষয় হতে পারে- মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস। সাবেক স্কেল এআই প্রধান আলেকজান্ডার ওয়াংকে নেতৃত্বে রেখে এ ল্যাব গড়ে তুলেছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক দৌড়ে নিজেদের অবস্থান সুসংহত করতেই এই উদ্যোগ।

    বিশেষজ্ঞরা বলছেন, গ্লাসের সঙ্গে এআই– এর সমন্বয় মেটাকে নতুন প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের শীর্ষে নিয়ে যেতে পারে। কোম্পানির প্রধান বিজ্ঞানী মাইকেল অ্যাব্রাশ এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিউকম্ব বৃহস্পতিবার এ প্রসঙ্গে আলোচনা করবেন।

    মেটাভার্স পেছনে, নাকি সামনে?

    ‘মেটা কানেক্ট’ নাম শুনলেই মেটাভার্সের কথা মনে আসে। তবে এবারের আয়োজনটি মেটাভার্সের চেয়ে এআই ও ওয়্যারেবল প্রযুক্তির ওপর বেশি জোর দেবে বলেই মনে করা হচ্ছে। যদিও সিইও মার্ক জাকারবার্গ তার মূল বক্তব্যে মেটাভার্সের প্রসঙ্গ তুলবেন— এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

    কবে, কোথায়, কীভাবে দেখা যাবে?

    বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল বক্তব্য। মেটার ওয়েবসাইট থেকে বিনামূল্যে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। এছাড়া মেটা কুয়েস্ট হেডসেট ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটিতেও উপভোগ করতে পারবেন এ আয়োজন।

    ডেভেলপারদের জন্য আলাদা সেশনও থাকছে। যেখানে এআই–চালিত নতুন অভিজ্ঞতা তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।

    সামনে কী অপেক্ষা করছে?

    মেটা ইতোমধ্যেই লাখ লাখ স্মার্ট গ্লাস বিক্রি করেছে। তবে চলতি বছরের হাইপারনোভা বা নতুন ওকলি মডেল সফল হলে, প্রযুক্তি বিশ্বে সত্যিকারের ‘চোখের বিপ্লব’ ঘটতে পারে।

    আর যদি তা হয়, তবে বলা যায়— মেটা আবারও প্রমাণ করবে, ভবিষ্যতের প্রযুক্তি আমাদের চোখ দিয়েই শুরু হতে যাচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930