Sunday, November 24, 2024
spot_img
Homeবিনোদন১৩ বছর পর বেতারের গানে রুনা লায়লা

১৩ বছর পর বেতারের গানে রুনা লায়লা

১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানের শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন রুনা লায়লা। আগেও সাদেক আলীর সুরে চ্যানেল আইয়ের জন্য শিশুদের নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

ও বৃষ্টি তুমি গানটি রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক মো. আনোয়ার হোসেন মৃধা, আঞ্চলিক পরিচালক রওনক জাহান প্রমুখ। রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।’

বাংলাদেশ বেতারের সংগীত বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সবশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। একটি “আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে”, অন্যটি “এক মুক্তিযোদ্ধা বলছিল তাঁর দুঃখের কথা”। গান দুটি লিখেছেন মো. রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনেক দিন পরে হলেও বেতারের জন্য রুনা লায়লা গান গেয়েছেন, এটা আমাদের জন্য এবং শ্রোতাদের জন্য আনন্দের সংবাদ।’

জানা গেছে, ও বৃষ্টি তুমি গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা। সুরকার সাদেক আলী জানিয়েছেন শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments