Friday, November 22, 2024
spot_img
Homeবিনোদনটিপ সরিয়ে তারকাদের প্রতিবাদ

টিপ সরিয়ে তারকাদের প্রতিবাদ

কয়েক দিন হলো তারকারা টিপ পরছেন কপালের মাঝখান থেকে খানিকটা সরিয়ে। এরপর সেলফি তুলে আপলোড দিচ্ছেন ফেসবুকে। তারকাদের সঙ্গে সায় দিয়ে সাধারণ নারীরাও নিজেদের কপালের টিপটি খানিকটা সরিয়ে দিয়ে তুলছেন সেলফি। আপলোড দিচ্ছেন ফেসবুকে। প্রায় সবারই পোস্টে থাকছে একই বার্তা, সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিচ্ছেন ‘অড ডট সেলফি’।

জানা গেছে, বাংলাদেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতেই এমন ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারকারা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে জনমত গড়ে তুলতে চলছে এই ক্যাম্পেইন। সবাই যে বার্তাটি শেয়ার করছেন সেটা হলো, ‘বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে-বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ, চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এসব সহিংসতা বন্ধ করা। আর তাই নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে অড ডট সেলফি; যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের টিপ।’

২৮ ফেব্রুয়ারি ফেসবুকে অড ডট সেলফি নামের একটি পেজ খোলা হয়। ১ মার্চ থেকে শুরু হয় ক্যাম্পেইন। ৩ মার্চ ফেসবুকে নিজের দেয়ালে একটি পোস্ট শেয়ার করে এই প্রতিবাদে শামিল হওয়ার জন্য আহ্বান জানান নাট্যজন সারা যাকের। যেখানে তিনি নিজেও একটি অড ডট সেলফি প্রকাশ করেন। সঙ্গে ছবিটি তোলার একটি টিউটোরিয়ালও দেন।


এরপর টিপ সরিয়ে সেলফি তুলে পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান, জাকিয়া বারী মম, নুসরাত ইমরোজ তিশা, মাসুমা রহমান নাবিলা, রাফিয়াত রশিদ মিথিলা, সারাহ আলম, জেসিকা ইসলামসহ অনেকেই। কেউ কেউ ফটোশপের সাহায্যেও টিপ বসিয়ে জানিয়েছেন প্রতিবাদ।

ক্যাম্পেইনটির নেপথ্যে রয়েছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান রেডিও স্বাধীন ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। রেডিও স্বাধীনের আরজে অহনা এ বিষয়ে বলেছেন, ‘প্রশ্ন উঠতে পারে, টিপ সরিয়ে এ কেমন প্রতিবাদ? আসলে, এটা একটা ঐক্য। এর মাধ্যমে আমরা সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। একই বিষয় নিয়ে সকল নারী কথা বলছি। সে জন্যই এই ক্যাম্পেইন শুরু করেছি আমরা।’


ক্যাম্পেইনের বার্তা শেয়ার করার পাশাপাশি সব নারীকে এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারকারা। অভিনেত্রী তিশা লিখেছেন, ‘কপালের এই টিপ মাঝখানে না পরে আশপাশে সরিয়ে দিয়ে সেলফি তুলে হ্যাশট্যাগ অড ডট সেলফি লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়, আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে। অন্যদেরকেও এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানান।’অড সেলফি দিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি।’

অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, ‘প্রতিবছর নারীর প্রতি সহিংসতা যেন বেড়েই চলেছে! এখন আর নীরব থাকার সময় নেই। এখন প্রতিবাদ জানানোর সময়। নারী নির্যাতনের বিরুদ্ধে আমার প্রতিবাদের ভাষা হ্যাশট্যাগ অড ডট সেলফি! আসুন, আমরা সবাই মিলে প্রতিবাদে যোগ দিয়ে রুখে দিই নারীর প্রতি সহিংসতা।’

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments