Tuesday, November 26, 2024
spot_img
Homeবিনোদনগুলশানে ‘নজরুল উৎসব,’ আছেন দুই বাংলার শিল্পী

গুলশানে ‘নজরুল উৎসব,’ আছেন দুই বাংলার শিল্পী

ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে তৃতীয়বারের মতো শুরু হয়েছে দুদিনের ‘নজরুল উৎসব ২০২৪’। গতকাল শুরু হয়েছে এ উৎসব।

বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, তার সংগীতের আদি সুর ও বাণী নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

গতকাল উদ্বোধনী পর্বে শুদ্ধ সুর ও বাণীতে গীত নজরুলের ১২৫টি গান উন্মুক্ত করা হয় ইউটিউবে। পেশাদারি যন্ত্রাণুষঙ্গসহ রেকর্ডকৃত এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত শিল্পীরা।

আজ শনিবার বিকেল ৫টায় শুরু হবে দ্বিতীয় দিনের উৎসব। এদিন গান শোনাবেন খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, ফেরদৌস আরা, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, পায়েল করসহ বাংলাদেশ-ভারতের প্রখ্যাত শিল্পীরা।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments