Friday, October 18, 2024
spot_img
Homeসারাদেশসোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত বেড়ে ৪

সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত বেড়ে ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাগাদী এলাকায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। প্রাথমিক অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। আজ রোববার সকলে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান একজন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার কাজহরদী গ্রামে ১০-১২ জন ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসীরা মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে বাগাদী গ্রামের দিকে যায়। ওই গ্রামের লোকজন চারদিক থেকে ঘিরে ফেলে বাগাদী বিলে ফেলে গণপিটুনি দিলে দুজন নিহত এবং দুজন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, আজ রোববার সকালে গণপিটুনিতে নিহত আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসারত একজন মারা যান। গণপিটুনিতে এ পর্যন্ত ৪ জন ডাকাত নিহত হয়েছে। প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments