পার্পেল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজুর। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পেল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।
আইপিএল খেলাকালীন বেশি রান সংগ্রাহকের মাথায় অরেঞ্জ ক্যাপ ও বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি। আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পেল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।