Monday, November 25, 2024
spot_img
Homeরাজনীতিধান্ধাবাজি নয় রাজনীতি করতে এসেছি: শামীম ওসমান

ধান্ধাবাজি নয় রাজনীতি করতে এসেছি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমি রাজনীতি করতে এসেছি, ধান্ধাবাজি করতে আসিনি। ধান্ধাবাজি করলে আমার বাড়িঘর, জাহাজ, ব্যবসা ব্যাংকে বন্ধক রাখতাম না।’

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ফতুল্লায় কাশীপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অনেকে বলে শামীম ওসমানকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি। আমি চাইলেই নিয়ে আসতে পারি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান করি জাতির পিতার কন্যাকে। নেত্রী যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। না হলে এখানে বসে আমরা আলোচনা করতে পারতাম না। আমি জাতির পিতার কন্যাকে বলেছি আমাকে মনোনয়ন দেবেন না। আপনাকে ক্ষমতায় আসতে হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো নাম ঘোষণা করবো না। আমার সন্তানদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি। আমি কোনোদিন কারও কাছে কিছু চাইনি, আমাকে বিব্রত করো না। আমি আপনাদের ভালোবাসি। এটাকে কেউ দুর্বলতা ভাবলে আমি যা বলবো সেটাই হবে এর বাইরে কিছু হবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, জেলা পরিষদের চেয়াম্যান চন্দনশীল ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments