Thursday, December 5, 2024
spot_img
Homeজাতীয়সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে ঈদের নামাজ অনুষ্ঠিত

মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে আজ বুধবার। এর সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকার পান্থপথেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় একটি কনভেনশন সেন্টারে শিশু ও নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।

নামাজ পড়তে আসা কয়েকজন জানান, ‘চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো’—হাদিস অনুসরণ করে সারা পৃথিবীতে ঈদ হচ্ছে। সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি।’

এদিকে, গতকাল মঙ্গলবার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তাই জাতীয়ভাবে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিকে, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহসহ দেশের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের একটি অংশ ঈদের নামাজ আদায় করেছে।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments